বর্ধিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আউটসোসিংয়ের বিকল্প নেই-কবির বিন আনোয়ার

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার গড়ে ৬০ শতাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছর। বিশাল এই যুবসমাজের বৃহৎ অংশই বেকার, এর সাথে প্রতিবছরেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপ্ত করে বের হওয়া বর্ধিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আউটসোসিংয়ের বিকল্প নেই।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষিত, অশিক্ষিত সকল শ্রেনীর বেকারদের কথা চিন্তা করেই কারিগড়ি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেছেন। প্রতিবছরেই হাজার হাজার তরুন এসকল কারিগড়ি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হয়ে বিদেশে যাচ্ছে।
শনিবার সকালে উপজেলার মুগবেলাইয়ে লুৎফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাংক এশিয়ার সহযোগিতায় মুগবেলাই তরুন সংঘের আয়োজনে আউটসোসিং প্রশিক্ষনপ্রাপ্ত তরুনদের মাঝে কম্পিউটার ক্রয়ের জন্য সহজশর্তে ঝন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার একথাগুলো বলেন।
মুগবেলাই তরুন সংঘের সভাপতি তৌফিকা আহম্মেদেরে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, উপজেলা নির্ব্হাী অফিসার মেরিনা সুলতানা, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ, ব্যাংক এশিয়ার ফাস্ট জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সেরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আউটসোসিং প্রশিক্ষনপ্রাপ্ত শতাধিক তরুনের মাঝে ঝনের চেক বিতরন করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.