বরগুনায় ১৪৪ ধারা জারি

শেয়ার

মইনুল আবেদীন খান,বরগুনাঃ

ছাত্রলীগের দুই গ্রুপের একই জায়গায় ২১ আগষ্টের কর্মসূচি ঘোষণা দেয়ায় বরগুনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক দুপুরে বরগুনা সরকারি কলেজে এবং পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে, অন্যদিকে বরগুনা জেলা  ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত বর্তমান জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লা ও যুগ্মসাধারণ সম্পাদক সম্পাদক বিশাল এর নেতৃত্বে একই স্থানে একই  তারিখে একই সময় শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সভা মিলাদ মাহাফিলের আয়োজন করে এবং দুই গ্রুপের অনুমান ৪শ থেকে ৫শ জন নেতা কর্মীর উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে মর্মে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরগুনা এর ২১ আগস্ট  তারিখের ডিএসবি/বরঃ৩১-৮৪/৩০০৭ নং স্মারকে স্মারকে অবহিত করেন।

সেহেতু দুই গ্রুপের সভা সমাবেশ কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা মারামারি  জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতির আসংজ্ঞা রয়েছে বিধায় ফৌজদারি কার্যবিধি আইনে. ১৪৪ ধারা জারি করা হয়,যাহা পরবতী ২৪ ঘন্টা পযন্ত বরগুনা পৌর এলাকায় ও বরগুনা সরকারী কলেজ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.