ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার ৭শ’ টাকা জমিরানা

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি-

চরভদ্রান উপজেলা সদর বাজার ও আশপাশের ব্যাবসা প্রতিষ্ঠানে গত সোমবার দিবাগত রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন ইউএনও তানজিলা কবির ত্রপা।

তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বিহীন কড়াত মিল চালনা ও রাত ৮ টার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইলেক্টিসিটি ব্যাবহারের দায়ে নগদ মোট ১২ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছেন। অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, উপজেলা সদরে হাসপাতাল রোড ঘেষে ‘হাওলাদার কড়াত মিল’ এ প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকা এবং গভীর রাত পর্যন্ত মিল চালনার দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে উপজেলার আশপাশে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ইলেক্ট্রিসিটি ব্যাবহারের দায়ে মোঃ আইয়ুব আলী, হারুন বিশ্বাস, আঃ করিম, শেখ কবির ও শেখ আলমাসকে আরও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার মোট ১২ হাজার ৭শ’ টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.