পাঠ্যবইয়ের ভুল ও সমস্যা- বৈঠকে বসছে এনসিটিবি-শিক্ষা মন্ত্রণালয়

শেয়ার

প্রাথমিক ও মাধ্যমিকের বই নিয়ে আছে নানা সমালোচনা। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি শতভাগ বই। কাগজের মানটাও যাচ্ছেতাই। এরই মাঝে পাঠ্যবইয়ে ভুল তথ্য ও হুবহু নকল নিয়ে চলছে বিস্তর সমালোচনা। ইতোমধ্যে তিনটি বইয়ে নয়টি সংশোধনীও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার এই লেখকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়।

আগামী সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের সঙ্গে এনসিটিবির সভায় বসার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। তিনি বলেন, ভুলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটি নিয়ে কাজ করছি। যারা ভুল করেছেন এবং প্লেজিয়ারিজমের (চৌর্যবৃত্তি) সাথে জড়িত তাদের আগামীতে পাঠ্যপুস্তক এবং তৎসংশ্লিষ্ট কাজে যুক্ত করা হবে না।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.