নানা সংকটে সিলেটের মানুষ, এসএসসি পরীক্ষা পেছানোর দাবি

শেয়ার

সোমবার (২৩ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে গিয়ে বানভাসিদের ঘরে ঘরে এমন দৃশ্য চোখে পড়ে। খাবার নেই, নেই বিশুদ্ধ পানি

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে  আমলসীদে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত নারী, পুরুষ, শিশুরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আর ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়,  বই ভিজে গেছে, কী করবে বুঝতে পারছে না তারা। বন্যাকবলিত এলাকার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিন ধরে বন্ধ। জুন মাসে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে সরকারের কাছে পরীক্ষা পেছানোর আবেদন জানায় তারা।
সিলেট জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হেসেন বলেন, ‘থানার ৯টি ইউনিয়নে বিট অফিসারদের মাধ্যমে ও আমরা নিজেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.