নরসিংদীর এক হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি;

নরসিংদীতে এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ঈদ উপহারের মধ্যে ছিলো চাল ১০ কেজি, ২ লিটার তেল, ১ কেজি ডাল,  ১ কেজি পেয়াজ , ২ কেজি আলু ও চিনি।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকার্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরসহ প্রমুখ।

এর আগে দুপুরে জেলার বেলাব উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী   কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনাসহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। এছাড়াও পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.