নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে

শেয়ার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক দরকার। তাই দেশের প্রত্যকটি নাগরিককে স্মার্ট নাগরিক হতে হবে। আদর্শ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। নতুন প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সিংড়া উপজেলার ২৪০ জন আদিবাসী শিক্ষার্থীকে ১১ লাখ ৫২ হাজার টাকা এবং ২০ জন আদিবাসী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। ইতোমধ্য আদিবাসীদের মাঝে ৮০টি ঘর দেওয়া হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি গৃহহীন আদিবাসীদের জন্য ঘর করে দিচ্ছে। দেশের সব গৃহহীন পরিবারকে সরকার ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। যা বিগত দিনে কোনো সরকার করে দেয়নি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.