দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের দায়ে ২ জনের জেল

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে জমির শ্রেনী পরিবর্তন করে ও ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করার দায়ে দুই ভাইকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নান্দি গ্রাম বিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দুই ভাই মাহাবুর মৃধা ও ময়েন মৃধা ।

এসময় দুই ভাইকে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা ভূমি কর্মকর্তা শুভ দেবনাথ।

কৃষকরা অভিযোগ করে বলেন,এসব জমিতে পুকুর খননের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়বে পাশের কৃষি জমিগুলো পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা কেউ ফলে চরম নিরুপায় হয়ে পড়েছেন কৃষকরা।

এসব অসহায় কৃষকদের একটাই দাবি অবিলম্বে এই অবৈধ পুকুর খনন বন্ধ করে খনন কারীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ জানান, ফসলি জমি নষ্ট শ্রেনী পরিবর্তন করে যারা অবৈধভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.