ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

শেয়ার

বাংলার প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস। এ কয়েক মাসেই সচরাচর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী আঘাত হানে।

এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করতে ঝড়-বৃষ্টি-বজ্রপাত শুরু হলে যা করতে হবে

• নিরাপদ আশ্রয়ে যেতে হবে
• বজ্রপাত আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। তাই সঙ্গে ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল) রাখবেন না
• বাড়িতে থাকলেও জানালার গ্রিল থেকে দূরে থাকতে হবে
• মোবাইল ফোন বন্ধ রাখুন
• বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখুন। এ সময়ে কোনো কিছু চার্জ দেবেন না। আর চার্জ দেওয়া অবস্থায় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না।
• বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে।

এছাড়াও কম্পিউটার, টিভি-ফ্রিজ বন্ধ রাখুন ও স্পর্শ করবেন না।

বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে আর কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঝুঁকিও থেকে যায়, সতর্ক থাকুন।

বজ্রপাতের সময় গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা যাবে না। গাড়ির কাচেও হাত দেবেন না।

সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কেউ যদি বজ্রপাতে আহত হয় তবে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দ্রুত সেবা পেতে ৯৯৯-এ ফোন করতে পারেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.