কোয়ান্টাম ফাউন্ডেশন’র মেডিটেশন ও ঈদ পুনর্মিলন

শেয়ার

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে জাতীয় কোয়ান্টাম ফাউন্ডেশনের সান্ধ্যকালীন মেডিটেশন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫জুন) সন্ধ্যায় শহরের মাদাম ব্রিজ সংলগ্ন ফাউন্ডেশনের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ত্রিশ মিনিট মেডিটেশনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। সিভিল সার্জন অফিসের সহকারী সিভিল সার্জন ও কোয়ান্টাম ফাউন্ডেশন লক্ষ্মীপুর প্রি-সেল এর দায়িত্বশীল ডাঃ নাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আহম্মেদ কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, ড্রাগ সুপার ডালিম চন্দ্র দাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর সরকারি কলেজ এর দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব এলাহি সানি, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুমায়ুন কবির, সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ ইউসুফ মিলন ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজান কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আহম্মেদ কবির বলেন, সুস্থ থাকতে হলে আমাদের নিয়মিত ভালো খাবার খেতে হবে এবং মনের সুস্থতার জন্য মেডিটেশন আবশ্যক। এ সময় তিনি কোয়ান্টাম মেথড এবং মেডিটেশন সম্পর্কিত বিভিন্নরকম ইতিবাচক আলোচনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.