কমলনগর হাজিরহাট বাজারে চুরি ঠেকাবে কে ?

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার হাজিহাট বাজারে চোরের দল বেপরোয়া হয়ে উঠেছে। গত ৩ মাসে দশটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারে পাহারাদার ও সিসিটিভি ক্যামেরা বসিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না; ব্যবসায়ীরা আতঙ্কিত। এ ব্যাপারে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না। বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে চালার টিন কেটে ৩ দোকান-ঘরে চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় চোরের দল। বারবার এভাবে চুরির ঘটনা ঘটতে থাকায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। জানা গেছে, প্রতিদিনের মত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে দোকানে চালার টিন কেটে জিহাদ ফ্যাশন, ওহাব বস্ত্র বিতান ও আবদুর রবের চালের আড়তে ঢুকে টাকা চুরি করে নিয়ে যায়। একইভাবে গত ৩ মাস আগে মসজিদ রোডের আয়েশা টেলিকমের চোর ঢুকে নগদ ও কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। ৩ মাস পার হয়ে গেলেও ওই ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারিনি পুলিশ। এছাড়াও বাজারে আরো কয়েকটি দোকান-ঘরে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানায়, একের পর এক চুরি হতে থাকলেও চোরের দলকে ঠেকানো যাচ্ছে না। সিসি ক্যামেরা স্থাপন করেও কোন ফল আসছে না। চোরের দলকে আটক , চুরি ঠেকানো ও চুরি যাওয়া মাল উদ্ধার করতে পারছেনা পুলিশ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চুরি হওয়া মালামাল ও চোরের দলকে আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.