এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

শেয়ার

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন।

মোট ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ জনের। এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ৭০ হাজার ১২৯ জন। 
বোর্ড সূত্রে জানা গেছে, মোট এক লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুই হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

সদ্যঃপ্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের কলেজে ভর্তির সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার পরিবর্তিত ফল অনুযায়ী তারা কলেজে ভর্তির সুযোগ পাবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.