এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করলো পাকিস্তান!

শেয়ার

এশিয়া কাপ আয়োজন নিয়ে সংশয় থামছেনা কোনভাবেই। মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্ট এ বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সেধেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। নিরাপত্তার অজুহাত দিয়ে প্রতিবেশি দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলেও এটা আসলে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতারই ফসল বলে মনে করেন অনেকে।

এদিকে বিসিসিআই রাজি না হওয়ায় নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড রাজি না হওয়ায় এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিসিসিআই শর্তমতে, টুর্নামেন্ট আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পিসিবি পাকিস্তানের বাইরে এশিয়া কাপ আয়োজনে রাজি নয় কারণ এতে করে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এমতাবস্থায় , মে মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় পিসিবি সভাপতি নাজাম শেঠী ভারতের ম্যাচ গুলো আরব আমিরাতে খেলার প্রস্তাব দিলে বাদ সাধে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এশিয়া কাপ নিয়ে এমন দোলাচলের মাঝেই খবর এসেছে, এ টুর্নামেন্টের ভেন্যু ঠিক করেছে পিসিবি। পাকিস্তানি এক গণমাধ্যমের খবরে পিসিবির সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুই ধাপে আয়োজিত হবে খেলা। প্রথম ধা্পের ৪ টি ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ধাপের ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, সেখানে ভারতের ম্যাচগুলো সহ টুর্নামেন্টের বাকি খেলা গুলো অনুষ্ঠিত হবে।

খবরে আরও বলা হয়, দুবাইয়ে ম্যাচ আয়োজন করলে বেশি টিকিট বিক্রি করতে পারবে পিসিবি, তাই শারজাহ কিংবা আবুধাবি স্টেডিয়াম ভেন্যু হিসেবে নেয়া হয়নি।

এশিয়া কাপ আয়জন নিয়ে প্রতিবেশি দুই দেশের এমন মুখোমুখি অবস্থানের কারণে ভেস্তে যেতে পারে ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলাও। পিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে পাকিস্তান সরকারও বিশ্বকাপে খেলতে ভারতে যেতে দেবে না।’ ক্রিকেটের বড় এ দুই টুর্নামেন্টের ভবিষ্যতে কি হয় তাই দেখার অপেক্ষায় এখন ক্রিকেট ভক্তরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.