ইমরানকে গ্রেফতারের চেষ্টা, কর্মী-সমর্থকদের জন্য পারছে না পুলিশ

শেয়ার

আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। এ অবস্থায় ফুঁসে ওঠে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা।

দলীয় প্রধানের গ্রেফতার ঠেকাতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

মঙ্গলবার (১৪ মার্চ) পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন ও সম্প্রচারমাধ্যম জিও’র অনলাইন সংস্করণে এ খবর দিয়ে বলা হয়, পুলিশ সকাল থেকে চেষ্টা চালিয়ে এখনও পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি। বরং সকাল থেকে রাজধানী ইসলামাবাদের বানি গালা ও এর আশপাশের এলাকায় পুলিশ-পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ এড়াতে ও পিটিআই কর্মী-সমর্থকদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। অবস্থা এতটাই বেগতিক পুলিশ সদস্যরা ইমরানের বাড়ির সীমানার ৯০ মিটার দূরত্বে পৌঁছাতে পারছে না।

এদিকে, গ্রেফতারের খবরে পিটিআই চেয়ারম্যান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের ভাবনা আমাকে গ্রেফতার করতে পারলে জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদেরই (জাতি) তাদের ভুল প্রমাণ করতে হবে।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম তার এই বার্তার সূত্র ধরে বলছে, সরকারের ‘অন্যায় ও নিপীড়নমূলক’ গ্রেফতার ঠেকাতে নিজ দলের কর্মী-সমর্থকদের লড়াই চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন ইমরান খান।

তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। গতকাল সোমবার (১৩ মার্চ) থেকে ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে অবস্থান করছে। ইমরানের বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলছে। তিনটিতে তার গ্রেফতারি পরোয়ানা বাতিল হলেও তোশাখানা মামলার পরোয়ানা বাতিল হয়নি। পাকিস্তানের বিভিন্ন থানা ও আদালতে ইমরানের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে। যার মধ্যে সংঘাতে উসকানি, বিচারককে হুমকি, তোশাখানা দুর্নীতি উল্লেখযোগ্য।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.