ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে জান্নাত-শোভন

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হায়াতে জান্নাত সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম আজম শোভন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ কমিটির ঘোষণা দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক দীপেন রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইশবা বিথী এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওশিন পর্ণিনী সুম্মা।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস ও সূচনা ত্রিপুরা।

নবনির্বাচিত কমিটির সভাপতি হায়াতে জান্নাত বলেন, ‘আবৃত্তি আবৃত্তি’ সুস্থ সংস্কৃতি চর্চায় কাজে নিয়োজিত আছে। বর্তমানে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়েই এর শাখা রয়েছে। আমরা দেশব্যাপী এর প্রচার-প্রসার চালাতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৩ সালের ১৪ এপ্রিল ‘আবৃত্তি আবৃত্তি’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তখন থেকেই সংগঠনটি শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির কলাকৌশল, সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে এটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.