ছাত্রলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামি কারাগারে

শেয়ার

রামগঞ্জ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান সজিব হত্যা মামলার প্রধান আসামি মাসুদ আলমকে কারাগারে প্রেরন করছে। এর আগে তাকে ঢাকার সদর ঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বোন সনিয়া আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় ওই ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকে নবনির্বাচিত চেয়ারম্যান আমীর হোসেন খানকে ও আসামি করা হয়।

জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুরের নয়নপুর ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা সজিব নিহত হন। সজিব ওই কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.