এগারো দিনেই ৪০ দেশে ছড়ালো ওমিক্রন

শেয়ার

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ধরনটি প্রথম শনাক্তের ১১তম দিনে গতকাল পর্যন্ত ৪০ দেশে ছড়িয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৩টির বেশি দেশের ছড়াচ্ছে ওমিক্রন। তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব তথ্য জানিয়েছে।

কেমব্রিজ, ম্যাসাচুসেটসভিত্তিক গবেষকরা জানিয়েছেন, ওমিক্রনে ‘সাধারণ ঠান্ডার ভাইরাসের জিনগত বৈশিষ্ট্যও’ আছে। আর নতুন ধরনটি সবচেয়ে সংক্রামক হতে পারে উল্লেখ করে এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ডেল্টার মতো নতুন এ ধরনেও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের গতি কমবে। সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও ছয়টি অঙ্গরাজ্যে এই ধরনের সংক্রমণ ছড়িয়েছে। ওমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে। ডব্লিউএইচও বলছে, গতকাল পর্যন্ত ওমিক্রন সংক্রমণে এখনো কোনো মৃত্যুর কথা তারা জানতে পারেনি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.