মন্ত্রী-এমপিদের দুর্নীতির ঢাকতে ৩২ ধারা

শেয়ার

লক্ষ্মীপুর: সরকার মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর ঢাকতে ৩২ ধারা আইন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেছেন, যাহা ৫৭ তাহাই ৩২। সমৃদ্ধশীল একটি  জাতি বা দেশ হিসেবে টিকে থাকার জন্য স্থিতিশীলতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা দরকার। কিন্তু দেশে এখন সব ম্লান হয়ে যাচ্ছে। মন্ত্রী-এমপিদের দুর্নীতির চিত্র ঢাকতে নতুন করে ৩২ ধারা করা হচ্ছে।

শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রব এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে  আইনের শাসন ও আদালত। কিন্তু আজ দেশে আইনের শাসন নেই, ভোটাধিকার নেই।  মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক  প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, অথচ লাখ লাখ কোটি টাকা এ দেশ থেকে লুটপাট হয়ে বিদেশে চলে গেছে।

‘সরকার দলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে পেলেছে কিন্তু তার বিচার হচ্ছে না,’ বলে মন্তব্য করেন আ স ম রব।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সহ সভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.