পাকিস্তানের নিষিদ্ধ পল্লীতে চীনাদের যেতে পুলিশি বাধা

শেয়ার

কখনও চীনের যুদ্ধবিমান থেকে মিসাইল ছুঁড়ছে পাকিস্তান, আবার কখনও চীনের রকেটে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসলামাবাদ। কূটনৈতিক সম্পর্কে যখন একদম কাছাকাছি চলে এসেছে দুই বন্ধ দেশ, তখন ঝামেলা বাঁধল অন্য কারণে। পাকিস্তানের পুলিশকে একহাত নিল সেখানে কর্মরত চীনা নাগরিকেরা।

সূত্রের খবর, পাকিস্তানের নিষিদ্ধ পল্লীতে ঢুকতে দেওয়া হচ্ছে না চীনাদের। আর সেই নিয়েই বাঁধল গণ্ডগোল। পাকিস্তানের ভাওয়ালপুর ও ফয়সালাবদের মধ্যে একটা রাস্তা তৈরির প্রকল্প চলছে। তাতে কাজ করছে চীনারা। সেখানেই তৈরি হয়েছে ওই ঝামেলা।

কর্মস্থল ছেড়ে নিষিদ্ধ পল্লীতে যাওয়ার চেষ্টা করছিল চীনা কর্মীরা। তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাধা দেয় পুলিশ। কিন্তু পুলিশের নিরাপত্তা নিতে অস্বীকার করে চীনারা। এরপরই বচসা থেকে হাতাহাতি শুরু হয়।

অভিযোগ, স্থানীয় পুলিশকে হুমকি দিয়েছে সেই চীনারা। মারধরও করা হয়েছে। অনেকেই পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.