টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেয়ার

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।

এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে আবার ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।

এদিকে, সিরিজ নিশ্চিত হওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ এক্সপেরিমেন্ট চালানোর দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তাই বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

তবে শুধু এক্সপেরিমেন্ট নয়, মাশরাফিদের প্রধান টার্গেট আজ জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করা।

বাংলাদেশের একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, আরিফুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, আবু হায়দার, মোহাম্মদ সাইফুদ্দীন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, চিপহাস জুহওয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, শন উইলিয়ামস, পিটার মুর, ডোনাল্ড ট্রিপিয়ানো, কাইলি জারভিস, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.