লক্ষ্মীপুরে উন্নয়ন মেলার উদ্ভোধন

শেয়ার

Nagadতারেক মাহমুদ, লক্ষ্মীপুর:

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন মেলার উদ্বোধন করেন।

আজ রোবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসান মোস্তফা স্বপন,ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।https://scontent.fdac37-1.fna.fbcdn.net/v/t1.15752-9/377384110_1251333175532769_2978288442625555266_n.jpg?stp=cp0_dst-jpg_e15_fr_q65&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=58c789&efg=eyJpIjoiYiJ9&_nc_eui2=AeEFUchkqPHq2hXozkBMQTVN6IXMS8YNLFvohcxLxg0sW6rXRyU_PW-g-fN13rnWbyNEY6-82bp_sZFJyRZ1HtDx&_nc_ohc=tFGZ2-3exg0AX8vX4Qe&_nc_ht=scontent.fdac37-1.fna&oh=03_AdT8WDUOJONcrZ4Tprme5EOcDCxndatXgy5j0IcqAi9OlQ&oe=652E4B95

সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ২৬টি স্টল রয়েছে।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.