দেশে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে, বাড়লো শনাক্ত

শেয়ার

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার একজনে। একই সময়ে নতুন করে আরও ১৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।

রবিবার (৫ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ১৩২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ।

এর আগে শনিবার (৪ ডিসেম্বর) দেশে করোনায় ছয়জন মারা যান। করোনা শনাক্ত হয় ১৬৭ জনের দেহে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.