বাহিনী প্রধানদের নিয়োগ ৪ বছর

শেয়ার

 

পল্লী নিউজ ডেস্ক:

প্রতিরক্ষা-বাহিনী প্রধান (নিয়োগ, অবসর, বেতন ও ভাতাদি) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি কর্তৃক বাহিনী প্রধান নিয়োগের পর সর্বোচ্চ চার বছর পদে আসীন থাকতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিসভায় ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’, ‘বীজ আইন, ২০১৬’; ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয়।

বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার-হাট স্থাপন ও পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক পুনঃস্বাক্ষরের জন্য খসড়া অনুমোদন দেওয়া হয়।

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়েছে মন্ত্রিসভায়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.