হাসানুল হক হক ইনু কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি

শেয়ার

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক হক ইনু কোভিড পজিটিভ। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন।

ডা. আলী হোসেন ও ডা. খায়ের মর্তুজার তত্ত্বাবধানে আছেন হাসানুল হক হক ইনু। সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। তাকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসানুল হক ইনুর শারিরীক অবস্থা বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল।
হাসানুল হক হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে কোভিডের টেস্ট করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকগণ তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন। তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামূলকভাবে গত শুক্রবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার ১৬ জানুয়ারি তার তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওই দিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.