টিউশন ফি নিতে পারবে মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

শেয়ার

করোনার বন্ধেও শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে বেসরকারি এমপিও-ননএমপিও মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো। তবে, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যগাজিন বা উন্নয়ন ফিয়ের মত অনুষাঙ্গিক ফি আদায় করতে পারবে না।  আর ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রতিষ্ঠান এসব ফি আদায় করে থাকলে তা পরবর্তী টিউশন ফিয়ের সাথে তা সমন্বয় করবে। অপরদিকে কোন অভিভাবক চরম আর্থিক সংকটে থাকলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবে। কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

করোনাকালে এমপিওভুক্ত ও ননএমপিও মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নিয়ে এসব নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত ও ননএমপিভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে, কিন্তু টিউশন ফি ছাড়া কোনো ফি গ্রহণ করতে পারবে না। অন্যান্য ফি আদায় করা হলে তা পরবর্তীতে টিউশন ফিয়ের সঙ্গে সমন্বয় করবে। তবে যদি কোন অভিভাবক চরম আর্থিক সংকটে পড়েন, তাহলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে হবে।

তবে, পরিস্থিতে স্বাভাবিক হলে আগের মত ফি আদায় করা যাবে বলেও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.