সরকার আর কত ভর্তুকি দিবে, প্রধানমন্ত্রী

শেয়ার

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন আর কত টাকা ডিজেলে ভর্তুকি দিবো। তিনি বলেন, ২৩ হাজার কোটি  টাকা ডিজেলে ভর্তুকি দিতে হয়। বিদ্যুৎসহ সব মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি।

আজ বুধবার বিকালে জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলেনে এই প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় জড়িতরা আওয়ামী লীগের হলেও ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আমাদের তেল কিনে আনতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সারের দাম আমারা কমিয়েছি। ৯০ টাকা সার ছিল তা কমিয়ে ১৫-১৬ টাকা করেছি। কৃষির প্রতিটি ক্ষেতে সহায়তা দিয়েছি। কার্ড করে দেওয়া হয়েছৈ। এখন কৃষক ১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারে। যার মাধ্যমে ভর্তুকির টাকা তাদের কাছে যায়।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের ওপর সাধারণ আলোচনা করেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.