শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা

শেয়ার
শেরপুর:
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ১ম, ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৪ ডিসেম্বর শনিবার ঢাকার পল্টনস্থ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইনষ্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন শাহীন, কিশোরগঞ্জ জেলা পাট কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদ বাবুল, গাজীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাসমত আলী, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান খান, ঢাকার সবুজবাগ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাবুল হোসেন খান, ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম হিরন, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হালিম, উপ-সহকারী ভ্যারাইটি টেস্টিং অফিসার মোঃ ইকবাল হোসেন খান, কেয়ার এর উপজেলা কো-অর্ডিনেটর এ.কে.এম রফিকুল ইসলাম রতন, রায়পুরা আর. এম. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, উত্তরখান কাচুপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সেলিম ও ঝিনাইগাতি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মাসুদুর রহমান, প্রমুখ।
সভায় প্রত্যেকেই পুনর্মিলনী করার পক্ষে মতামত দেন। পুনর্মিলনী কিভাবে সফল ও সার্থক করা যায় এই বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সফল করার লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর শনিবার ময়মনসিংহ বিভাগীয় শহরে আরো বৃহত্তর পরিসরে প্রস্তুতিমূলক সভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। খুবই সুন্দর, আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সভা সম্পন্ন হয়।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.