শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর গ্রামের কৃতি সন্তান শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির। মঙ্গলবার সকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহীদ সুজয়ের কবর জিয়ারত করা হয়।

শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষে তার বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান কেন্দ্রীয় বিএনপি নেতা সালাহ্উদ্দিন ভূইয়া শিশির। বিএনপির পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা সহ সারা জীবন পাশে থাকার আশ্বাস দেন তিনি।

শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষ করে দুপুরে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ এর কবর জিয়ারত করেন বিএনপি নেতা শিশির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম,নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিটঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, বিটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সি,

জেলা যুবদলের সদস্য রাসেল সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া  শিশির বলেন, শৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নবীনগর উপজেলার বিটঘর গ্রামের সন্তান তানজিল মাহমুদ সুজয় পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷ আমরা বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহিদ সুজয়ের কবর জিয়ারত করেছি। আমরা শহীদ তানজিল মাহমুদ সুজয় সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বরণ করছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন তিনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.