বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শাহাদাত হোসেন শামীম এর কবর জেয়ারত করেন লক্ষ্মীপুর- ৪ রামগতি-কমলনগর সাবেক সংসদ সদস্য, এবিএম আশরাফ উদ্দিন নিজান।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চর আবদুল্লা ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করার সময় তিনি তাঁর (শাহাদাত) কবর জিয়ারত করেন। এসব তিনি সকল শহদীদের আত্মার মাগফেরাত কামনা করেন। বাংলাদেশে আর যেন কোন নিরীহ নিরস্ত্র মানুষের প্রাণ না দিতে হয় সে দোয়া করেন। আগামীর বাংলাদেশ যেন হয় সত্যিকারে বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ।
শহীদ শাহাদাত হোসেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে যাত্রাবাড়ী পুলিশের গুলিতে নিহত হয়। শাহাদাত হোসেন রামগতি উপজেলার চর আলেকজান্ডার, আসল পাড়া, সবুজ গ্রাম ৬নং ওয়ার্ডের কৃষক আবদুল হাইর সন্তান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ মিয়া, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব, শাহ্ মো. শিব্বির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, সদস্য সচিব শান্ত আহম্মেদ সহ রামগতি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।