লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ইস্রফিল হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মিলন ওরফে টাকলু মিলন গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (৩ মার্চ) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (২ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিলন সদর উপজেলার দৈন্যপুর গ্রামের মৃত মনছুর আহম্মেদের ছেলে।

জানা গেছে, চাঞ্চল্যকর ই¯্রাফিল হত্যা মামলার আসামি মিলন ঘটনার সময় উপজেলার দত্তপাড়া বাজারে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১-এর স্কোয়াড কমান্ডার এএসপি প্রনব কুমারের নেতৃত্বে অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ মার্চ রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে গুলি করে ই¯্রাফিলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওইসময় সন্ত্রাসীদের গুলিতে পথচারী সোহাগ গুলিবিদ্ধ হয়। পরদিন সকালে নোয়াখালীর চাটখিলের দক্ষিণ টেলিয়া গ্রাম থেকে ই¯্রাফিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.