রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান

শেয়ার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা ও ডাকাতিয়া নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ ড্রেজার মেশিন জব্দ করেছে। রায়পুরে এতা কঠোর অভিযান এর আগে আর হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউএনও অঞ্জন দাশের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ও ডাকাতিয়া নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, মেঘনা ও ডাকাতিয়া নদীর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। রাত ১০টার সময় স্টিল ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে ২টি ড্রেজার জব্দ করা হয়। রায়পুর সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবালসহ তিন ইউপি সদস্য থানা পুলিশ, আনসার সদস্য এবং গণ্যমান্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, সরকারি সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মেঘনা ও ডাকাতিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.