রামগতিতে বিজিএস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষীপুর) প্রতিনিধিঃ-

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) রামগতি ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান (৯ ডিসেম্বর/২১ ) বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে।

জাইকা প্রকল্পের আওতায় “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ” সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সান্তনু চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান। এসডি এফ এর প্রতিনিধি মোঃ শফিউল আলম প্রমূখ।

বাংলা জার্মান সম্প্রতি সংস্থার ব্যবস্থাপনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভা পতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জসিম উদ্দিন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সান্তনু চৌধুরী বলেন, বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) জাইকা প্রকল্পের আওতায় স্হানীয় বেকার যুবক-যুবতীদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে , সেলাই মেশিন ও সুইং মেশিন অপারেশন এই দু বিষয়ে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয় এবল নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়েছে । তিনি আরও বলেন ,
প্রশিক্ষন শেষে দক্ষতা অর্জনকারীদেরকে কর্মসংস্থানেরও ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.