রামগতিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিদায় ও বরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে নবাগত প্রকৌশলী মো: নাসির উদ্দীনকে বরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অন্যদিকে, একদিন সন্ধ্যায় উপজেলার অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সদ্য বিদায়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

অফিসার্স ক্লাবের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি আবদুল মোমিন এর সভাপতিত্বে যুব ও সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন, পল্লীসঞ্চয় ব্যাংক এর শাখা ব্যবস্থাপক বিবি রহিমা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আবির মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আবির মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আহসান তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে রামগতি উপজেলার উপ-সহকারি প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরাকে লক্ষ্মীপুর সদর উপজেলার উপসহকারি প্রকৌশলী পদে বদলি করা হয়েছে। এছাড়া একই তারিখে আরেক আদেশে সদর উপজেলার সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ নাসির উদ্দীনকে রামগতি উপজেলায় বদলি করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.