রামগতিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালিও আলোচনা

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতিঃ-

মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এবারের কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষে লক্ষীপুর জেলার রামগতি থানায় পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় রামগতি থানা থেকে উক্ত র‌্যালি বের হয়ে আলেকজান্ডার সদর প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হ য়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম সান্তনু চৌধুরী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন রামগতি থানার ওসি মোহাম্মদ সোলায়মান, মেজবা উদ্দীন মেজু মেয়র, যুগ্ম আহ্বায়ক শোয়াইব হোসেন খন্দকার, যুগ্ন আহ্বায়ক ভিপি হেলাল, চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটন, চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার, চর আব্দুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মজনু, চর বাদাম কমিনিটি পুলিশিং এর সভাপতি মোসলেহ উদ্দিন, ছাত্র লীগের সভাপতি আকবর হোসেন সুখী, রামগতি পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দু,আলগী ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দু সহ স্থানীয় নেতৃবৃন্দু ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সান্তনু চৌধুরী বলেন,করোনার জন্য অতিরিক্ত লোকের সমাগম এড়াতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি অনুষ্ঠানে লোক সমাগম সীমাবদ্ধ থাকার কথা রয়েছে ।তিনি বলেন“কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে আয়োজিত সমাবেশে পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.