রামগঞ্জে ১৫ মাধ্যমিক বিদ্যালয় পেল শেখ রাসেল ডিজিটাল ল্যাব

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান নিজ হাতে (৮ নভেম্বর) রবিবার দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার কার্যালয়ে ১৫ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রধান শিক্ষকের হাতে ওই অনুমোদনপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, এমপি ড. আনোয়ার হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ফারুক, সাধারন সম্পাদক মোঃ রফিক উল্যা মাষ্টারসহ প্রমূখ নেতৃবৃন্দ। এসময় এমপি আনোয়ার খান বলেন, পর্যায়ক্রমে উপজেলার বাকী স্কুল কলেজ ও মাদ্রাসাগুলোতেও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.