আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সেবা ফাউন্ডেশন সমিতির বাজারের উদ্যোগে দরবেশপুর ইউনিয়নের দু’শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজানের সহায়তা উপহার হিসেবে শনিবার (৮ মার্চ) সকালে দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজারস্থ বাসার প্লাজার দ্বিতীয় তলায় ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ হামিদ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বি এন পি’র সদস্য সচিব শেখ মাহাবুবুর রহমান ভিপি। সেবা ফাউন্ডেশনের পরিচালক মাষ্টার মোঃ সেলিম হোসাইনের সঞ্চালনায় ওই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বি এন পি নেতা ও ইউনিয়ন বি এন পি সভাপতি খোরশেদ আলম মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক শেখ আহম্মদ আলী সুমন, উপজেলা বি এন পি নেতা মোঃ সফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন, উপজেলা যুবদল নেতা শাহাজাহান জাহিদ, তছলিম হোসেন চৌধুরী, জহির উদ্দিন বাবর, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুমন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ কালু মিয়া, উপজেলা বি এন পি নেতা মোহাম্মদ উল্যা মেম্বার, সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।