রামগঞ্জে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের টিন ও শীতবস্ত্র বিতরন

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের’ উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও টিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারী) বিকেল ৩টায় রামগঞ্জ পৌর শহরের রেখা সুপার মার্কেটের ২য় তলায়, সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) ও টিন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মাইন উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন খন্দকার, রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত জাহাঙ্গীর, লক্ষ্মীপুর উপ বিভাগীয় প্রকোশলী মোঃ ফারুক হোসেন। এসময় অতিথিগন তাদের বক্তব্যে সংগঠনটি করোনাকালীন সময়ে ত্রান বিতরনসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় সকল সদস্যগনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন বাবুল, অন্যান্য সদস্যগন।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সালের জানুয়ারী মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত অসংখ্য রোগীকে রক্ত ডোনেট করছে। এছাড়াও ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং, বিভিন্ন মূমুর্ষ রোগীকে আর্থিক সহায়তা প্রদান, হুইলচেয়ার বিতরন, করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরন করেছে সংগঠনের সদস্যগন।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.