রামগঞ্জে মেয়র হলেন আওয়ামীলীগের খায়ের পাটোয়ারী

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। তিনি ভোট পেয়েছেন ১৬৫২১। তার নিকটতম প্রতিদ্ধন্ধি বিএনপি’র ধানের শীষ প্রতিকের মো. তোফাজ্জল হোসেন বাচ্চু পেয়েছেন ২২৮৬ভোট। শনিবার (৩০ জানুয়ারি) ভোট গণনা শেষে রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতিকে ৭৫৬ ও জাতীয় পার্টির মোহাম্মদ মহসীন নাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ২৬৫ ভোট।
এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ফারজানা মজুমদার জনি, ৪,৫,৬ নং ওয়ার্ডে দিলশাত নয়ন, ৭.৮,৯ নং ওয়ার্ডে ফাতেমা আক্তার নির্বাচিত হন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং (সোনাপুর) ওয়ার্ডে মো. ফয়সাল মাল, ২নং (বাঁশঘর) ওয়ার্ডে আবু সুফিয়ান ভূইয়া, ৩ নং(রতনপুর-আউগানখীল) ওয়ার্ডে রাশেদ আলম, ৪ নং (কলচমা)ওয়ার্ডে মনির হোসেন, ৫নং(নন্দনপুর-সাতারপাড়া)ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৬নং (কাজিরখীল) ওয়ার্ডে মামুন আখন্দ, ৭ নং (আঙ্গারপাড়া)ওয়ার্ডে মেহেদী হাসান সুভ, ৮নং (টামটা)ওয়ার্ডে সহিদ উল্যা, ৯নং (শ্রীপুর-অভিরামপুর)ওয়ার্ডে মেহেদী হাসান সুমন নির্বাচিত হন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.