ভাঙ্গনের বিষয়ে কলমের শক্তি ব্যবহার করুন, কমলনগরে এমপি মান্নান

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

আপনারা কমলনগর রামগতি ভাঙ্গনের বিষয়ে কলমের শক্তি ব্যবহার করুন তাহলে দেখবেন সরকারের নজরে আসলে আপনাদের ভিটে মাটি রক্ষায় বাঁধের কাজ শুরু হবে। আমি সরকারকে বুঝানের চেস্টা অব্যাহত আছে। আশা করছি শীঘ্রই কাজ শুরু হবে।  লক্ষ্মীপুরের কমলনগরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এ সব কথা বলেন। এর আগে তিনি মাতাব্বরহাট, ফলকন লুধুয়া, পাটারিরহাট মেঘনার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দৈনিক আলো পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বিপ্লব রিপোটার্স ক্লাবে এ আয়োজন করেন

কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর সংসদ সদস্য (এমপি) মেজর অবঃ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কমলনগর উপজেলা সভাপতি মাষ্টার নুরুল আমিন, বিকল্পধারার কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যা, সহ-সভাপতি সিদ্দিক উল্যা, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজি উল্যা জুয়েল, হাজির বণিক সমিতির সভাপতি আইয়ুব আলী, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু (বাংলা), জাতীয় পার্টির কমলনগর উপজেলা’র সাধারণ সম্পাদক ইমামুজ্জামান বাশার, বিকল্পযুবধারার কমলনগর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.