মোরা’ মোকাবেলায় লক্ষ্মীপুর প্রশাসনের জরুরি সভা

শেয়ার

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও করণীয় নির্ধারণে লক্ষ্মীপুরে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মেঘনা উপকূলীয় এলাকায় মাইকিং, নিয়ন্ত্রণ কক্ষ চালু, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা ও ১০২টি আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয়ের প্রস্তুতির সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) আসম মাহতাব উদ্দিন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা ও তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘মোরা’ বঙ্গোপসাগারে অবস্থান করছে। এতে লক্ষ্মীপুরসহ উপকূলীয় কয়েকটি জেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.