মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে নড়বড়ে নিউজিল্যান্ড

শেয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে জয় পাওয়ায় মিরপুর টেস্ট ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে শান্ত-মুমিনুলদের।

সেই সম্ভাবনা নিয়েই চেনা মিরপুরে হোম গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শুরুতেই চাপে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউই স্পিনারদের ঘূর্ণি জাদুতে বাংলাদেশ থামে ১৭২ রানে।

টাইগারদের অল্পতেই বেঁধে ফেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারেই ওপেনার ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। এরপর টম লাথামকে ফিরিয়ে সফরকারী শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাইজুল ইসলাম। এরপর কিউইদের আরো চাপে রেখে তৃতীয় উইকেটের পতন ঘটান এই টাইগার স্পিনার। এদিকে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া সফরকারীদের আরও দুই উইকেট তুলে নিয়েছেন মিরাজ। এরপর আলোক স্বল্পতার কারণে ১৩তম ওভারেই শেষ করা হয় প্রথম দিনের খেলা।

ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা। দলীয় ২০ রানে কনওয়েকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। তাঁর অফ স্পিনে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে এই বাঁহাতি ব্যাটার করেন ১৪ বলে ১১ রান। এরপর মিরাজের দেখানো পথে হাঁটেন তাইজুল।

এই বাঁহাতি স্পিনারের বলে সাজঘরে ফিরেন আরেক ওপেনার টম লাথাম। এরপর ক্রিজে নেমে টিকতে পারেননি টপ অর্ডার ব্যাটার হেনরি নিকোলস। দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ব্ল্যাকক্যাপসরা।  এরপর দলের হাল ধরার দায়িত্ব পড়ে কেইন উইলিয়ামসন এবং ডেতিল মিচেলের কাঁধে।

তবে একই ওভারে দুই উইকেট নিয়ে কিউই টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন মিরাজ। দ্বাদশ ওভারে দ্বিতীয় বলেই উইলিয়ামসনকে ফেরান মিরাজ। এরপর টাইগার অলরাউন্ডারের করা ওভারের চতুর্থ বলেই আউট হন টম ব্লান্ডেলও।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.