বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

শেয়ার

বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মারণ ভাইরাসে সারা বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।

শনিবার রাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক কোটি ছয়শ ৩৭ জনে। একই সময়ে বিশ্বে চার লাখ ৯৮ হাজার ৯৭৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৭২২ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৭ হাজার ৫২৬ জন। তারপর রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন।

ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া রয়েছে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এছাড়াও, তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত, দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩০ হাজার। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.