বাজারে নতুন সবজির আগমন, চড়া দামে বিক্রি

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতি:

জেলার রামগতি উপজেলার বিভিন্ন হাট বাজারে নতুন সবজির আগমন।কিন্তু
শীতের হাওয়া ক্রমান্বয়ে বহিতেছে বাকি আরো কিছুদিন। তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু
করেছে শীতের সবজি। উপজেলার বাজারগুলোতেও তাই চড়া দামেই বিক্রি
হচ্ছে এসব সবজি। সবজির দাম চড়া থাকায় ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে বাড়তি টাকা। মাছ ও মাংসের বাজার ও স্থিতিশীল নয়। গতকাল উপজেলার বিভিন্ন এলাকার
বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি শিম কিনতে একজন ক্রেতাকে গুনতে হয়েছে ১০০ থেকে ১২০
টাকা পর্যন্ত। আর মাঝারি আকারের ফুলকপির জন্য
লাগছে ৬০ থেকে ৬৫ টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও
গাজরও। এ দুটি সবজি কিনতে ক্রেতাদের কেজিতে ১০০ টাকার ওপরে ব্যয় করতে হচ্ছে। আবার করলা, পটোল,বেগুন,রায়েস,মিষ্টি কুমড়া, মুখিকচুসহ এসব সবজির দামও তুলনামূলক কম দামে কিনতে
পারছেন না ক্রেতারা।
এছাড়া ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, করলা ১২০ , চিচিঙ্গা ৬০, পটোল ৫০ , কাঁচা পেঁপে কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ ও কাঁচকলার হালি ৪০থেকে ৫০ টাকার মধ্যে। এ সবজিগুলোর দাম প্রতি দৈনিক এভাবে বাড়তে থাকলে নিম্ন আয়ের মানুষ সবজি কেনা সম্ভব হবে না। এছাড়া আগের মতো ঢ্যাঁড়সের কেজি
পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। বরবটির কেজি পাওয়া যাচ্ছে ৬০ থেকে
৭০ টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০
টাকা কেজিতে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,
বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে
শুরু করেছে। তাই আগামী কয়েক দিনের মধ্যে
শীতকালীন সবজির দাম সহনীয় পর্যায়ে
আসবে। আলেকজান্ডার কাঁচাবাজারের সবজি বিক্রেতা শাহাজান জানান, তিন সপ্তাহ ধরে চড়া
দামেই বিক্রি হচ্ছে শিমসহ অনেক সবজি। অবশ্য আগের তুলনায় বাজারে সরবরাহ বেড়েছে।
এদিকে যেকোনো ধরনের শাক কিনতেই ক্রেতাদের চড়া দাম দিতে হচ্ছে। তবে অন্যান্য শাকের তুলনায় লাল শাকের দাম একটু বেশি। ছোট এক আঁটি লাল শাকের জন্য ক্রেতাদের ২০ থেকে ৩০ টাকা গুনতে হচ্ছে। মুলা শাক বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা আঁটি। ৫ থেকে ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে কলমি শাক।
তবে দাম বেশি থাকলেও আগাম শীতের
সবজির জন্য অনেক ক্রেতাই বেশি টাকা ব্যয় করতে খুব কার্পণ্য করছেন । এ বিষয়ে কথা হয় জমিদার হাট বাজারের ক্রেতা একজন ক্রেতার সঙ্গে তিনি বলেন, বাজারে নতুন সবজি এসেছে কিন্তু দাম সহনিয় মূল্য নেই।এ ব্যাপারে প্রশাসনের তদারকি একান্ত কাম্য।

সবজির এমন চড়া বাজারের বিপরীতে
ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না মাছ-মাংস। দাম স্বাভাবিক নয়। সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৭০-১৮০ টাকা এমন যদি হয় কাঁচা বাজারের হাল অবস্থা তাহলে সাধারণ মানুষ না খেয়ে থাকা লাগবে। কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.