প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুরের পরাজিত মেয়র আজমত উল্লা খান

শেয়ার

বাবুল খান, গাজীপুর প্রতিনিধঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ে হারের পর দলের ভেতরে-বাইরে নানা আলোচনার মধ্যেই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন তিনি।

রোববার (২৮ মে) বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটো বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজমত উল্লা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর হাতে বই তুলে দেওয়ার দুটো ছবি পোস্ট করেছেন আজমত উল্লা খান।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ (রোববার) গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আপার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.