পোস্তগোলায় গার্মেন্টসে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

শেয়ার

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পোস্তগোলার আলম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের আগুন। শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে বারোটার দিকে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

শনিবার রাত পৌনে বারোটার দিকে সাত তলা পোশাক কারখানার চার তলায় হঠাৎই আগুন দেখতে পান প্রতিষ্ঠানের কর্মীরা। এরপর পরই তারা আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু স্টোরে সুতার পরিমাণ বেশি থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে এ তলার আশপাশে। অবস্থা বেগতিক দেখে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। তারা জানায়, সুতায় আগুন লেগে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়। আর তাতেই আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে তাদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.