নেত্রকোণায় কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার উপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি, উড়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে অসংখ্য গাছপালা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আম, কাঁঠাল, লিচু মাটিতে ঝড়ে পড়েছে।

ঝড়ে ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্থ ও অসংখ্য গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এ সময় ঘর ও ভেঙ্গে পড়া গাছপালার নিচে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবারও বিতরণ করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.