নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ জনকে খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনার কয়েকঘন্টার মধ্যে নিহত রাহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই।

রোববার (২২শে মে) সকালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। সে প্রতিবেশিকে ফাসাতে এ কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে এই কারণে নাকি পিছনে আরোও কোন কিছু আছে তা ব্যপক জিজ্ঞাসাবাদে জানা যাবে।

উল্লেখ্য যে, রোববার (২২শে মে) সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে গিয়ে থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.