জাতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জেএসডি’র বিক্ষোভ

শেয়ার

কমলনগর প্রতিনিধি:
জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় কমলনগর উপজেলা জাতীয় যুব পরিষদের উদ্যোগে হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শিব্বির দেওয়ান. সবুর খাঁন ও সদস্য আবদুল বাছেত খোকন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক এহসান রিয়াজ।

এদিকে, একই সময়ে রামগতি উপজেলা জেএসডি’র উদ্যোগে আলেকজান্ডার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) রামগতি পৌর  সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন্ রামগতি উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কেন্দ্রীয় জাতীয় যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ছাত্রলীগের রামগতি উপজেলা সভাপতি আবদুল্লাহ আল নোমান, সাধারণ আসিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লাখো জনতার সামনে পাকিস্থানের রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের সাহসী সন্তান ঢাকসুর ভিপি আ স ম আবদুল রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন। এই দিনটিকে পতাকা উত্তোলন দিবস হিসাবে স্মরনীয় করে রাখতে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.