জমে উঠছে নোয়াখালীর মুকবুল চৌধুরীর হাট ’মুক্তিযুদ্ধের বিজয় মেলা’

শেয়ার

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী): নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে চলমান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ঝাকজমক ভাবে
জমে উঠেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে উক্ত মেলা। আর এ মেলায় রয়েছে নাগর দোল, চরকা, নাগরদোলা যাতে চড়ে আনন্দ পাচ্ছে শিশু কিশোর সহ উঠতি বয়সের তরুণ-তরুণীরা। এছাড়াও মেলায় রয়েছে দুর-দুরান্ত থেকে আগত কসমেটিকস সামগ্রীর স্টল, উন্নত মানের ফার্ণিচার সামগ্রী, শীতের দিনের গ্রামের জনপ্রিয় খোই- মোলা, আঙুলি, জিলাপিসহ বাহারী খাদ্য সামগ্রী।

উক্ত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে ছোট-বড় অনেক গুলো খাবার হোটেল।

উক্ত মেলায় আরো রয়েছে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে অধিক নিরাপত্তা বেষ্টুনি। যেখানে রয়েছে সার্বক্ষনিক গ্রাম পুলিশ দ্বারা মেলা মনিটরিং ব্যবস্থা, মেলা কমিটির সদস্যদের সক্রিয় তদারকি ও মেলার নির্দিষ্ট গ্যারেজে গাড়ি পাহারার ব্যবস্থা।
মেলার সার্বিক বিষয়ে মেলা পরিচালনা কমিটির সভাপতি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন জানান, প্রথম দিকে কিছুটা ভুলবুঝাবুঝির কারণে কিছু চিত্রে দেখা যাচ্ছে মুকবুল চৌধুরীর হাট বিজয় মেলায় বাচ্চারা নাগরদোলায় দোল খাচ্ছে।

গণমাধ্যমে মেলার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ার পর সকলের সহযোগিতায় এখন সুন্দর ও শান্তি শৃঙ্খলা ভাবে মেলা চলতেছে।
বর্তমানে মেলায় প্রতিদিন লাখো মানুষের ঢল নামছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলা এখন যেভাবে চলতেছে সেভাবে
চললে আগামী ৫জানুয়ারী পর্যন্ত চলমান থাকবে। আর কোন প্রকার অনিয়ম হবেনা। তিনি আরো জানান, বর্তমানে মেলায়
দর্শনার্থীদের আনন্দ দেয়ার জন্য চলছে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.