ছাত্র আন্দোলনে হামলায় জড়িত জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ২৮৯ নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদদ দেয়ার অভিযোগে ৯ শিক্ষক এবং ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।

তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে। নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। এ ছাড়াও প্রাথমিক তদন্তে আরও ১০ শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের আরও বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। এ দিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপাচার্য জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.